বাঙালি নদী সোনাতলা উপজেলা বগুড়া
tips
Friday, December 29, 2023
Sunday, November 28, 2021
Wednesday, February 26, 2020
করনা থেকে রোগ মুক্তির দোয়া ভয় করোনা ভাইরাস কে নয় ভয় করোনা আল্লাহকে
🔘🔘করোনা ভাইরাস, কুরআনে বর্ণিত মহামারী থেকে বাঁচার দোয়া🔘🔘
জেনে নিন আত্মরক্ষার দুটি দোয়া-اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِن
َ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّءِ الأَسْقَام
ِ অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধ’বল, উ’ন্মা’দ, কু’ষ্ঠরোগ এবং সকল প্রকার ক’ঠিন ব্যা’ধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
_______(আবু দাঊদ, তিরমিজী)
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَالأَدْوَاءِ
অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট
দু’শ্চ’রিত্র, অসৎ কর্ম, কু’প্র’বৃত্তি এবং ক’ঠিন রো’গসমূহ থেকে আশ্রয় চাচ্ছি।
_________ (তিরমিজী)
জেনে নিন আত্মরক্ষার দুটি দোয়া-اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِن
َ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّءِ الأَسْقَام
ِ অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধ’বল, উ’ন্মা’দ, কু’ষ্ঠরোগ এবং সকল প্রকার ক’ঠিন ব্যা’ধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
_______(আবু দাঊদ, তিরমিজী)
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَالأَدْوَاءِ
অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট
দু’শ্চ’রিত্র, অসৎ কর্ম, কু’প্র’বৃত্তি এবং ক’ঠিন রো’গসমূহ থেকে আশ্রয় চাচ্ছি।
_________ (তিরমিজী)
Saturday, December 21, 2019
Friday, August 9, 2019
ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের ডেঙ্গু প্রতিরোধে পরামর্শঃ
ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের ডেঙ্গু প্রতিরোধে পরামর্শঃ
১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা, ড্রাম খালি করে উল্টো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে।
২. ফুলের টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি জমতে না পারে।
৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যপথলিন দিয়ে রাখতে পারেন।
৪. রান্না ঘর অথবা বারান্দায় কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল করুন।
৫. অযথা অব্যবহৃত কাপড় চোপড় জমিয়ে না রেখে দান করে ফেলুন। ঘর পরিস্কার রাখুন।
৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর, বারান্দা, বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান। এরোসল ছিটিয়ে যান।
৭. অব্যবহৃত বোতল অথবা কন্টেইনার অযথা রেখে দিবেননা ; ফেলে দিন নির্দিষ্ট জায়গায়।
১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা, ড্রাম খালি করে উল্টো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে।
২. ফুলের টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি জমতে না পারে।
৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যপথলিন দিয়ে রাখতে পারেন।
৪. রান্না ঘর অথবা বারান্দায় কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল করুন।
৫. অযথা অব্যবহৃত কাপড় চোপড় জমিয়ে না রেখে দান করে ফেলুন। ঘর পরিস্কার রাখুন।
৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর, বারান্দা, বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান। এরোসল ছিটিয়ে যান।
৭. অব্যবহৃত বোতল অথবা কন্টেইনার অযথা রেখে দিবেননা ; ফেলে দিন নির্দিষ্ট জায়গায়।
Subscribe to:
Posts (Atom)