ঈদে যারা বাড়ি যাচ্ছেন তাদের ডেঙ্গু প্রতিরোধে পরামর্শঃ
১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা, ড্রাম খালি করে উল্টো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে।
২. ফুলের টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি জমতে না পারে।
৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যপথলিন দিয়ে রাখতে পারেন।
৪. রান্না ঘর অথবা বারান্দায় কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল করুন।
৫. অযথা অব্যবহৃত কাপড় চোপড় জমিয়ে না রেখে দান করে ফেলুন। ঘর পরিস্কার রাখুন।
৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর, বারান্দা, বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান। এরোসল ছিটিয়ে যান।
৭. অব্যবহৃত বোতল অথবা কন্টেইনার অযথা রেখে দিবেননা ; ফেলে দিন নির্দিষ্ট জায়গায়।
Friday, August 9, 2019
Tuesday, August 6, 2019
ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন? নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য করুন
ঈদের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। কিন্তু ঈদে বাড়ি যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকুনঃ
১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা, ড্রাম খালি করে উলটো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে।
২. টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি না জমতে পারে।
৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন।
৪. রান্না ঘরে,বারান্দায় কোথাও যেন পানি না জমে থাকে খেয়াল করুন।
৫. অযথা অব্যবহৃত কাপড়চোপর জমিয়ে না রেখে দান করুন। ঘর পরিস্কার রাখুন। অযথা ফার্নিচার, পর্দা এসব কিনে ঘরের ইন্টেরিয়র বাড়ানোর নামে মশাবান্ধব করে তুলবেন না।
৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর বারান্দা বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান।এরোসল ছিটিয়ে যান। ঘরের ঝোল পরিস্কার করুন।
৭. অব্যবহৃত বোতল/কন্টেইনার অযথা রেখে দিবেন না। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন নির্দিষ্ট জায়গায়।
৮. ঘর যত ফাকা রাখতে পারেন ততই ভাল। হাতে টাকা পয়সা জমলেই এটা সেটা কিনে ঘর স্তুপ করবেন না।
৯.ছুটির সময়ে অফিস ভবন যেন এডিসমুক্ত থাকে তার ব্যবস্থা করে যান।
**এডিসমুক্ত ঘর রাখুন,রাখার চেষ্টা করুন**
Monday, August 5, 2019
#ঈদ_সামনে_রেখে_অজ্ঞান_পার্টি_প্রসঙ্গে_কিছু_কথা
অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঈদ আসলে বহুগুনে বেড়ে যায়। তাই ঈদ পূর্ব এবং ঈদ পরবর্তী ভ্রমনের সময় সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
যে গুলো মেনে চলা উচিত:
১। অপরিচিত কাহারো দেওয়া কোন জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
২। পাসের সিটের ভ্রমণ কারী হতে পারে অজ্ঞান পার্টির সদস্য, সুতরাং সতর্ক থাকুন।
৩। পাশের সিটের ব্যক্তির ব্যবহার করা রুমাল বা টিস্যু পেপার হতে নিজের নাক, মুখ যতটা সম্ভব দূরে রাখুন।
৪। হকারের কাছ থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৫। অস্থায়ী দোকান থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৬। ভ্রমনকালে ডাব, পানীয় জাতীয় জিনিস খাওয়া হতে বিরত থাকুন।
৭। আপনার সামনে রুমাল, কাপড়, টিস্যু পেপার ঝাড়লে বা ঝাড়ার ভান করলে সহযাত্রীদের সাহায্য নিন।
৮। পাশের যাত্রী আপনার দিকে হাত করে হাতের তালুতে ফুঁ দিলে তাকে সন্দেহ করুন এবং বিলম্ব না করে সহযাত্রীদের সাহায্য নিন।
৯। পানির বোতল বা পানীয় জাতীয় বোতল কিনলে ইনট্যাক্ট আছে কি'না ভাল করে দেখে নিন।
১০। পান, শশা, ঝালমুড়ি, চা, কপি, বিড়ি, আমড়া, পিয়ারা, বাদাম, বুট, ছোলা, সিগারেট খাওয়া হতে বিরত থাকুন।
১১। কোন কারনে কাউকে সন্দেহ হলে বিলম্ব না করে সহযাত্রী, পুলিশ প্রশাসন এর সাহায্য নিন।
১২। একা একা ভ্রমণ করা হতে বিরত থাকুন।
১৩। একাধিক বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন একত্রে ভ্রমণ করার চেষ্টা করুন।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমন করুন।
#উজজল_খান
যে গুলো মেনে চলা উচিত:
১। অপরিচিত কাহারো দেওয়া কোন জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
২। পাসের সিটের ভ্রমণ কারী হতে পারে অজ্ঞান পার্টির সদস্য, সুতরাং সতর্ক থাকুন।
৩। পাশের সিটের ব্যক্তির ব্যবহার করা রুমাল বা টিস্যু পেপার হতে নিজের নাক, মুখ যতটা সম্ভব দূরে রাখুন।
৪। হকারের কাছ থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৫। অস্থায়ী দোকান থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৬। ভ্রমনকালে ডাব, পানীয় জাতীয় জিনিস খাওয়া হতে বিরত থাকুন।
৭। আপনার সামনে রুমাল, কাপড়, টিস্যু পেপার ঝাড়লে বা ঝাড়ার ভান করলে সহযাত্রীদের সাহায্য নিন।
৮। পাশের যাত্রী আপনার দিকে হাত করে হাতের তালুতে ফুঁ দিলে তাকে সন্দেহ করুন এবং বিলম্ব না করে সহযাত্রীদের সাহায্য নিন।
৯। পানির বোতল বা পানীয় জাতীয় বোতল কিনলে ইনট্যাক্ট আছে কি'না ভাল করে দেখে নিন।
১০। পান, শশা, ঝালমুড়ি, চা, কপি, বিড়ি, আমড়া, পিয়ারা, বাদাম, বুট, ছোলা, সিগারেট খাওয়া হতে বিরত থাকুন।
১১। কোন কারনে কাউকে সন্দেহ হলে বিলম্ব না করে সহযাত্রী, পুলিশ প্রশাসন এর সাহায্য নিন।
১২। একা একা ভ্রমণ করা হতে বিরত থাকুন।
১৩। একাধিক বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন একত্রে ভ্রমণ করার চেষ্টা করুন।
ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমন করুন।
#উজজল_খান
Subscribe to:
Posts (Atom)