Monday, August 5, 2019

#ঈদ_সামনে_রেখে_অজ্ঞান_পার্টি_প্রসঙ্গে_কিছু_কথা

অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঈদ আসলে বহুগুনে বেড়ে যায়। তাই ঈদ পূর্ব এবং ঈদ পরবর্তী ভ্রমনের সময় সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

যে গুলো মেনে চলা উচিত:

১। অপরিচিত কাহারো দেওয়া কোন জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।
২। পাসের সিটের ভ্রমণ কারী হতে পারে অজ্ঞান পার্টির সদস্য, সুতরাং সতর্ক থাকুন।
৩। পাশের সিটের ব্যক্তির ব্যবহার করা রুমাল বা টিস্যু পেপার হতে নিজের নাক, মুখ যতটা সম্ভব দূরে রাখুন।
৪। হকারের কাছ থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৫। অস্থায়ী দোকান থেকে কোন কিছু খাওয়া হতে বিরত থাকুন।
৬। ভ্রমনকালে ডাব, পানীয় জাতীয় জিনিস খাওয়া হতে বিরত থাকুন।
৭। আপনার সামনে রুমাল, কাপড়, টিস্যু পেপার ঝাড়লে বা ঝাড়ার ভান করলে সহযাত্রীদের সাহায্য নিন।
৮। পাশের যাত্রী আপনার দিকে হাত করে হাতের তালুতে ফুঁ দিলে তাকে সন্দেহ করুন এবং বিলম্ব না করে সহযাত্রীদের সাহায্য নিন।
৯। পানির বোতল বা পানীয় জাতীয় বোতল কিনলে ইনট্যাক্ট আছে কি'না ভাল করে দেখে নিন।
১০। পান, শশা, ঝালমুড়ি, চা, কপি, বিড়ি, আমড়া, পিয়ারা, বাদাম, বুট, ছোলা, সিগারেট খাওয়া হতে বিরত থাকুন।
১১। কোন কারনে কাউকে সন্দেহ হলে বিলম্ব না করে সহযাত্রী, পুলিশ প্রশাসন এর সাহায্য নিন।
১২। একা একা ভ্রমণ করা হতে বিরত থাকুন।
১৩। একাধিক বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন একত্রে ভ্রমণ করার চেষ্টা করুন।

ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমন করুন।

#উজজল_খান

No comments:

Post a Comment