ডেঙ্গু জ্বরে সাবধান!
এ বছরের ডেঙ্গু আরও শক্তিশালী। চিকিৎসকদের মতে, এ ডেঙ্গুতে তীব্র জ্বর, মাথাব্যাথা, গায়ে র্যাশ ও বমির লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ডেঙ্গু হলে সামন্য জ্বরেই হার্ট, কিডনি ও ব্রেইন আক্রান্ত হচ্ছে। সাথে রোগীর দ্রুত শকে যাওয়ার আশঙ্কাও বেড়েছে। বর্তমান বিশ্বে জনসংখ্যার অর্ধকেই ডেঙ্গুর ঝুকিতে আছেন। গ্রামের চেয়ে শহরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি।
যেভাবে ডেঙ্গু প্রতিরোধ করবেন
১। আশপাশে যেন কোথাও পানি না জমে।
২। জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটান।
৪। খেয়াল রাখুন মশা যেন না কামড়ায়।
৫। হাত-পা ঢাকা যায় এমন কাপড় পরিধান করুন।
৬। রাতে ও দিন শোবার সময় অবশ্যই মশারি টাঙ্গান।
ডেঙ্গু হলে যা করবেন
১। পর্যাপ্ত পরিমান বিশ্রাম নিন।
২। প্রচুর তরল জাতীয় খাবার খান।
৩। বেশি করে শাক-সবজি ও ফলমূল খান।
৪। এলার্জিক মেডিসিন বা পেইনকিলার নয়।
৫। খাবারের জন্য পরামর্শ নিন ডায়াটোশিয়ানের ।
৬। চিকিৎসা সেবায় পরামর্শ নিন একজন বিশেষজ্ঞের ।
প্রচারে
#Voice_of_bonpara
ফেসবুক গ্রুপ
বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।
No comments:
Post a Comment